সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, সকাল ৬:১৪ মি:
মোহাম্মদ রাহাদ রাজা,খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টারঃ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মাগুরার ৪ টি গ্রাম। কোনো সহায়তা এখনও না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে আশ্রয়হীন অসংখ্য মানুষ। মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউপির পয়ারী, ধর্মদাহ, কালুপাড়া ও পথেরহাট গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঝড় আঘাত করে। ঝড়ে প্রায় অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া প্রায় ২ শতাধিক একর জমির ধান, একাধিক পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে গেছে বৈদ্যুতিক পোলসহ অসংখ্য গাছপালা।
স্থানীয়রা ও ইউপি চেয়ারম্যান আমাদের খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টার কে জানান, দুপুর ২টার দিকে ভারি বৃষ্টিপাতের সাথে প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে পয়ারী, ধর্মদাহ, কালুপাড়া ও পথেরহাট গ্রামের অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। প্রায় ২ শতাধিক একর জমির পাকা ধান ও একাধিক পানের বরজ ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক গাছপালা ভেঙ্গে পড়েছে। ১১ হাজার কেভি বিদ্যুতের ৪টি পোল উপড়ে পড়ায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু জানান, জেলা পরিষদেও পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের যথাসম্ভব সহায়তা করা হবে।