নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ বলেছেন, যতোক্ষণ হিংসা থাকবে, ততোক্ষণ অপরাধ হ্রাস পাবেনা। তাই সবাইকে হিংসা নামের রোগ থেকে মুক্ত হতে হবে। হিংসামুক্ত হলেই অপরাধমুক্ত বাংলাদেশ পাবেন।
হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে জাতীয় দৈনিক পুনরুত্থান পত্রিকার প্রকাশক সাইফুল ইসলাম সবুজ উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ বন্ধু সমাজ সংগঠন এ সভার আয়োজন করে।
বক্তব্য রাখেন বাংলাদেশ বন্ধু সমাজ সংগঠনের সভাপতি এফ. আহমেদ খান রাজীব, কলমযোদ্দা লিয়াকত আলী খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, এইচ এম মুনিরুজ্জামান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, কবি সহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।