রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৬:০৫ মি:
মানিকগঞ্জ : দেশের বেসরকারী জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশনের প্রচারিত ২০২০ সালের সেরা প্রতিবেদক (স্থানীয় প্রশাসন) নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেবাশীষ ঘোষ জয়।
আনন্দ টেলিভিশন প্রতিনিধি সম্মেলন ২০২০ এর শুভেচ্ছা স্বারক গ্রহণ করছেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জয় ঘোষ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনন্দ টেলিভিশন প্রতিনিধি সম্মেলন ও আনন্দ উৎসব অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য সাম্প্রতিক ঘটনা প্রবাহ ক্যাটাগরিতে তাকে সেরা প্রতিবেদক হিসাবে নির্বাচিত করেন আনন্দ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান তৌফিক আব্বাস, এইচ আর এডমিন সাইফুল ইসলাম ও আনন্দ টিভি’র ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা।
এ সময় আনন্দ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান তৌফিক আব্বাস,এইচ আর এডমিন সাইফুল ইসলাম, এজিএম (মার্কেটিং) এস বি বুলবুল,প্রোগ্রাম কো-অর্ডিনেটর এফ জাহাঙ্গীরসহ সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাকি কুপন ড্রতে ৫ম পুরস্কার নিচ্ছেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জয় ঘোষ
জানা গেছে, আনন্দ টিভি’র প্রচারিত প্রতিবেদনগুলো জুরিবোর্ডের মাধ্যেমে যাচাই-বাছাই করে পাঁচটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচিত প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
দেবাশীষ ঘোষ জয় মানিকগঞ্জ জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক গ্রাম বাংলার এর নির্বাহী সম্পাদক হিসাবেও কাজ করছেন।শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার গ্রহণ শেষে ফটো সেশনে মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জয় ঘোষ
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।