ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের কবি-সাহিত্যিকদের প্রাণের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(১৯মে)বিকেলে শিল্পার্চায জয়নুল পার্কের সারিন্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিগত কিমিটিকে বিলুপ্ত ঘোষনা এবং নতুন করে আহবায়ক কমিটি সাবেক সভাপতি কবি কাঙাল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ মেয়াদে লেখক মুজাহিদুল ইসলাম নাজিমকে আহবায়ক,কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারীকে সদস্য সচিব করে সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্যরা হলেন কবি সুমী সরকার,কবি কাঙাল শাহীন,কবি রিয়েল আব্দুল্লাহ,কবি ফাহিম ফারুক ও আলমাস হোসাইন শাজা। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পুর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মুরাদ দাস্তগীর,কবি আবুল বাশার শেখ,হিরক সিঙ্গার,অনন্য সাঈদ,শরীফ মল্লিক,জুলহাস উদ্দিন,সাদাফ আমিন প্রমুখ।