সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১২:১৫ মি:
হলুদ রঙা ছবি
চৌদিকে দিকে আজ মাঠে মাঠে
হলদে রঙা ছবি,
পাঁকা ধানের ঢেউ তোলা নাচ
চাষির স্বপ্ন সবি!
পাড়াগাঁয়ের এদিক ওদিক
আমন কাটার ধুম,
হেমন্তকাল উৎসবে খুব
চাঁদ জোছনায় ঘুম!
পাঁকনা ধানের গন্ধে মাতাল
কৃষাণ ছেলে বুড়ো,
তুলতে গোলায় সোনার ফসল
ব্যাপক তাড়াহুড়ো!
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
বছর ঘুরে বাংলা জুড়ে
শিশির স্নাত ভোর,
ধানের শীষে স্বপ্ন মিশে
মধুর বাঁশির সুর।
ডাকে বনের পাখি
কিচিরমিচির ছন্দ সুরে
ডাকছে বনের পাখি,
ঝিরিঝিরি নরোম হাওয়া
ভাবনাতে রোজ মাখি!
সবুজ বনে গাছের শাখে
পাখনা মেলে পাখি,
মধুর সুরে সকাল ভোরে
করছে ডাকাডাকি!
হিজল তমাল সবুজ বনে
বাংলা মায়ের ছায়া,
নদী জল আর পুকুর ঘাটে
কোমল পরশ মায়া!
সরলতায় গাঁয়ের মানুষ
সুখের পরিবেশ,
রূপের রাণী এই জন্মভুমি
সোনার বাংলাদেশ!
পিঠাপিঠি খেলায়
মাতোয়ারা দিগন্তে ঐ
পাঁকা আমন ধানে,
পল্লী জুড়ে প্রাণের সুরে
হলদে সোনার ঘ্রাণে।
হেমন্তে এই বাংলাজুড়ে
উৎসবে আমেজ,
কার্তিক আর অগ্রহায়ণ
সূর্যে দারুণ তেজ!
ফসল কাটা ধুম লেগেছে
চাষীর স্বপন মাঠে,
মাঝির গলা সুরের টানে
যাচ্ছে ধানের হাটে।
কৃষাণ বধু উঠোনতলে
পিঠেপুলি মেলায়,
ছেলেবুড়ো উঠছে মেতে
পিঠাপিঠি খেলায়।
চাষীর কথা
চাষির হাসি খুব ভালোবাসী
হলদে ধানের শীষে,
দরদ মাখা হাতের পরশ
ফসলেই থাকে মিশে।
কৃষক যারা অন্ন ফলায়
বিস্তৃত এই মাঠে,
মূল্যায়নের কথা ভুলে
গতরটা খুব খাটে!
শ্রমে-ঘামে তাপ বরষায়
রোদে পোড়ার দামে,
মুখের আহার তুলে দিয়ে
আড়াল তোলা জ্যামে।
ভাগ্য বদল হয়নাতো আর
অর্থনীতির বে-হালে,
জনম ধরেই পিছিয়ে রয়
ধানের ক্ষেতের আলে!
লেখক পরিচিতিঃ
সফিউল্লাহ আনসারী
কবি-ছড়াকার, কলামিস্ট, শিক্ষক ও গণমাধ্যমকর্মী। জন্ম-১ ফেব্রুয়ারি। একক গ্রন্থ- পাঁচটি। কবিতা দুইটি, ছড়া তিনটি। সম্পাদনা করেছেন চারটি কাব্যগ্রন্থের। এবারের বইমেলায় প্রকাশিতব্য ছড়া ও কবিতার বই তিনটি। ভাষাসৈনিক মোস্তফা এমএ মতিন সাহিত্য সম্মাণনা, কবি জসীম উদ্দিন কবিতা পুরষ্কারসহ একাধীক সম্মাণনা পেয়েছেন। কাব্য ও ছড়া ছেলে মেয়ে।
দেশ-মাটি-মানুষ, প্রেম-বিরহ আর প্রকৃতি তার লেখায় ফোটে উঠে। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও ব্লগে লিখে চলেছেন। সম্পাদনা করছেন- আমারবাংলা সাহিত্যপত্র, পাঠশালা (শিশুদের পত্রিকা), লাউতি (সাময়িকী) ভালুকা নিউজ, আমারবাংলা, ভালুকাটিভি (অনলাইন র্পোটাল)।