সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১২:১৪ মি:
একাত্তরের ফেলে যাওয়া
বিষ বৃক্ষের বীজ,
কুঁড়ি থেকে মেলেছে শাখা
মস্ত ভয়াল চিজ।
লাল-সবুজের রন্ধ্রে রন্ধ্রে
টাটা পোকার মত,
বঙ্গ মাতার সোনার শরীর
কাটছে অবিরত।
আমরা সবাই জেগে ঘুমাই
বিবেক বিসর্জনে,
পাক-হায়েনার জারজেরা
হাসছে মনে মনে।
আজকে তারা চিনে গেছে
আত্মভোলা জাতী,
লোভে ফেলে দে নিভিয়ে
একাত্তরের বাতি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
যেই জাতী ভুলে যায় তার
পিতার পরিচয়,
সে জাতীকে ধোঁকা দেওয়া
কোন বিষয় নয়।
খুন ধর্ষন আর রাহাজানির
চলছে মহোৎসব,
দেশ মাতৃকার বিভৎস রূপ
আমরা রই নিরব!
সুযোগ বুঝে সুবিধাবাদীরা
কাঠাল ভাঙে মাথে,
বর্ণচোরা সব দেশ দরদীর
নাই ভ্রক্ষেপ তা’তে।
দেশপ্রেম কেবল সীমাবদ্ধ
ফেসবুকের পাতায়,
তিরিশ লক্ষ বীর শহীদান
লাজে মুখ লুকায়।