সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, রাত ১:২১ মি:
ধর্ষণের কথাটি শুনলে যেমন
লাগে সবার ঘৃণা,
তাহার চাইতে বেশী প্রয়োজন
ধর্ষকদের চিনা।
ধর্ষণ মানে একটি নারীর
জীবন নিয়ে খেলা,
ধর্ষণ মানে নোংরা মানুষের
নোংরামি করার মেলা।
ধর্ষণ মানে একটি জীবন
নষ্ট হওয়ার গল্প,
ধর্ষণ মানে সাধারণ মানুষের
সমবেদনা অল্প।
ধর্ষণের ঘটনা আমাদের কাছে
নিত্য দিনের কথা,
ধর্ষণ মানে আমাদের কাছে
নিষ্ঠুর বাস্তবতা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
ধর্ষণ ঠেকাতে সবাই যদি
সত্যি এক হতো,
মা বোনের ইজ্জত বাচঁত
না জানি আজ কতো।
লেখক: আজহার মাহমুদ
প্রাবন্ধিক ও ছড়াকার