রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সকাল ১০:০১ মি:
শরীফ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে রোববার বিকেলে সমিতির কার্যালয়ে এ কর্মশালার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম। এসময় তিনি সাংবাদিকতা নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আলোচনায় তিনি বলেন, ‘সাংবাদিকতার প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে নিজের মন কে নিয়ন্ত্রণ করা আর আবেগ কে নিয়ন্ত্রণে রাখা। যে নিজের মনকে নির্মোহ রাখতে পারবে সেই সফল সাংবাদিক।’
এসময় তিনি আরো বলেন, ‘মানবিকতা হচ্ছে সবচেয়ে বড় ছোঁয়াচে রোগ। একবার যদি কেউ মানবিকতা ছড়িয়ে দিতে পারে তাহলে সেটা সর্বত্র ছড়িয়ে পড়বে।’ তিনি আরও বলেন, ‘যদি তুমি লোভ-লালসা হতে মুক্ত থেকে লেখালেখি করো তাহলে যার পক্ষে যাবে সেও ভালো জানবে এবং যার বিপক্ষে যাবে সেও তোমার ভক্ত হয়ে যাবে।’ সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্ছালনায় এবং সভাপতি মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও প্রভাষক মো: আওলাদ হোসেন এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও কর্মশালায় সমিতির সদস্যরা এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা এমন সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।