ঈদুল আজহা উপলক্ষে ‘ঘুড্ডি’-খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী নির্মাণ করলেন বিশেষ টেলিছবি, শিরোনাম ‘অগ্নিফসল’। এতে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও মৌসুমী মৌ।
টেলিছবিটির গল্প ১৯৭১ এর মে-জুন মাসের। পাকিস্তানি হানাদার বাহিনির আক্রমণের মুখে একটি অবরুদ্ধ বাড়িতে আশ্রয় নেয় কয়েকজন মানুষ। তাদের ধর্মীয় পরিচয় ভিন্ন। একজন হিন্দু, একজন বৌদ্ধ এবং একটি মুসলিম পরিবার। এখান থেকেই জন্ম নেবে ‘অগ্নিফসল’। এই গল্পে মৌ’র বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা ইয়াশ রোহান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, পৌশাল প্রমুখ।
লাকী আখান্দের সুর ও সৈয়দ সালাহউদ্দীন জাকীর লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ঐ চেয়ে দেখ পূর্বাকাশ ফিকে হলো’ গানটি এই টেলিছবিতে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। ঈদের চতুর্থ দিন বিকেল সাড়ে ৪টায় ‘অগ্নিফসল’ চ্যানেল আইতে প্রচার হবে।