সোমবার, ৪ মাঘ, ১৪২৭, ১৮ জানুয়ারি, ২০২১, সকাল ৭:৪৬ মি:
মারুফ সরকার, ঢাকা : কিছুদিন পূর্বে মাশরাফি বরাবর এক ভিডিও বার্তার মাধ্যমে চিত্রনায়ক তানভী তনু তার মাদ্রাসার নাম প্রকাশ করেন। মাদ্রাসাটি ৪ বছর আগে তৈরী করলেও কখনও কাউকে বলেননি। এবার তিনি প্রকাশ করেছেন করোনার কারণে। মাদ্রাসাটি চালানো তার একার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তাই মাশরাফি বরাবর তিনি সহযোগিতা চেয়েছিলেন। আর মাশরাফিও তার ডাকে সাড়া দেন। আর সেই ভিডিওটি চোখে পড়ে চিত্রনায়িকা শাহনুরের। তিনি এবার এই মাদ্রাসায় খাদ্য সহযোগিতা করলেন। তার মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি মাদ্রাসায় ছাত্রীদের খাদ্য সহায়তা করেন।
জানা যায়, প্রায় ৪ বছর আগে এই মাদ্রাসাটি তৈরী করেন চিত্রনায়ক তানভীর তনু। যার নাম রওশন আরা হাফেজিয়া মহিলা মাদ্রাসা। যেটি তৈরী করা হয়েছে তানভীর তনুর দাদীর নামে। যেখানে ৩৯ জন ছাত্রী রয়েছে যাদের বেশি ভাগ এতিম ও অসহায়। তারা ওখানেই থাকে এবং খাই।
এ ব্যাপারে কথা হয় শাহনুরের সাথে তিনি জানান , আমি ভিডিওটি দেখেছি দেখার পর আমি সিদ্ধান্ত নেই আমি এতিম শিক্ষাথীদের জন্য কিছু একটা করবো তাই আমার এই উদ্যোগ। আমি তানভীরকে ধন্যবাদ দিতে চাই নিজ উদ্যোগে এমন একটি ছাত্রী মাদ্রাসা করার জন্য । আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো সারাজীবন এভাবেই মানুষের পাশে থাকতে পারি।
এ বিষয়ে চিত্রনায়ক তানভীর তনু বলেন, আমার মাদ্রাসার জন্য এভাবে খাদ্য সহযোগিতার করার জন্য আমি শাহনুর আপুকে ধন্যবাদ দিতে চাই। আপনারা হয়তো জানেন একার পক্ষে একটি মাদ্রাসা চালানো সম্ভব না তাই আপনারা যারা বিত্তবান আছেন তারা আমার মাদ্রাসায় সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা পেলে আমি এই মাদ্রাসা আরো বড় করতে পারবো।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
এদিকে চিত্রনায়িকা শাহনুর অসহায়দের সহযোগিতা করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ঢাকায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক মানুষকে সহযোগিতা করেছেন এছাড়া তার নিজ এলাকা নড়াইলের তুলারামপুরেও সহযোগিতা করেন।