কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর ছড়াগ্রন্থ ‘ছড়ার পাখি খুলছে আঁখি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটির মোড়ক উন্মোচন করেন জাতিসত্বার কবি মুহম্মদ নুরুল হুদা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি শামীম পারভেজ, কবি আসাদ কাজল, নন্দিতার কর্ণধার বি ভি রঞ্জন বেপারী, কবি এরশাদ আহাম্মেদ, রিদুয়ানা ইসলাম রুহামা, খালিদ জামিল কাব্য প্রমুখ।
কবি টিমুনি খান রনোর উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ছড়ার পাখি খুলছে আঁখি ছড়াগ্রন্থের বহুল প্রচার কামনা করেন। সাংবাদিক, কবি ও ছড়াকার সফিউল্লাহ আনসারীর বইটি নন্দিতা প্রকাশনী (স্টল নং- ২৭৬, ২৭৭, ২৭৮) থেকে প্রকাশিত হয়েছে।