রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৬:৩৮ মি:
৬৬ রানের বড় হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হলো ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের দেয়া ৩৭৪ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৮ রান তোলে ভারত।
সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুর্দান্ত শুরুর পর ১৫৬ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬৯ রানে ফেরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। অধিনায়ক ফিঞ্চ তুলে নেন সেঞ্চুরি (১১৪)। দ্বিতীয় উইকেট নামা স্টিভেন স্মিতও সেঞ্চুরি হাঁকান; খেলেন ৬৬ বলে ১০৫ রানের ইনিংস।
এরপর ম্যাক্সওয়েলের ১৯ বলে ঝড়ো ৪৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান তোলে স্বাগতিকরা। বল হাতে ৩টি উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। একটি করে উইকেট শিকার করেন বুমরাহ, সায়নি এবং চাহাল।
জবাব দিতে নেমে দ্রুতই ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে হারায় ভারত। ২২ রানে ফেরেন তিনি। শিখর ধাওয়ান ৭৪ রানের ইনিংস খেললেও ব্যর্থ হন অধিনায়ক কোহলি। তিনি করেন মাত্র ২১ রান। মাঝখানে হার্দিক পান্ডিয়ার ৯০ রানের লড়াকু ইনিংস ব্যবধান কমালেও অন্যদের ব্যর্থতায় শেষ হাসি এনে দিতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট তুলে নন অ্যাডাম জাম্পা। জস হ্যাজেলউড পান ৩ উইকেট।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।