দ্বিতীয় ওয়ানডেতেও পাহাড় রান গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ আবারো সেঞ্চুরি পেলেন। তার টর্নেডো ইনিংসে ভর করে ৫১ রানে জয় তুলে নিল অজিরা। তিন ম্যা্চের সিরিজ তাতে ২-০ তে নিজেদের করল দলটি।
রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৩৮৯ রানের পুঁজি গড়ে। ভারতের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ স্কোর। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ৩৩৮ রানে থামে সফরকারী ভারতের ইনিংস। এর আগে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে ৩৭৪ রান করে ৬৬ রানে জয় তুলে নিয়েছিল অজিরা। সেই ম্যাচে ৬৬ বলে ১০৫ রান করেন স্মিথ। অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ১২৪ বলে ১১৪ রান।
এদিন স্মিথ ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন। আগের ম্যাচের মতো ৬২ বলে সেঞ্চুরি পূরণ করেন। যা অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম। ১৪ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। ভারতের বিপক্ষে স্মিথের এটি টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস। যার শেষ তিনটিই সেঞ্চুরি।
স্মিথের ঝড়ো সেঞ্চুরি ছাড়াও অস্ট্রেলিয়ার আরো চার ব্যাটসম্যান পেয়েছেন ফিফটি। নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যান ফিফটি পেলেন। ডেভিড ওয়ার্নার ৭৭ বলে ৮৩, অ্যারন ফিঞ্চ ৬৯ বলে ৬০, মার্নাস লাবুশেন ৬১ বলে ৭০, গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে অপরাজিত ৬৩ রান করেন। ভারতের পক্ষে ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
পাহাড় লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ছিল ভারত। যদিও শেষ রক্ষা হয়নি ভারতের। সফরকারীদের পক্ষে অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৮৭ বলে ৮৯ রান করেন। ৬৬ বলে ৭৬ রান করেন লোকেশ রাহুল। দলের হারের ম্যাচে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রানের মাইলস্টোন টপকে গেছেন কোহলি। অজিদের পক্ষে প্যাট কামিন্স সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন জস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা। ম্যাচসেরা হয়েছেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া : ৩৮৯/৪ (৫০ ওভার) (ওয়ার্নার ৮৩, ফিঞ্চ ৬০, স্মিথ ১০৪, লাবুশেন ৭০, ম্যাক্সওয়েল ৬৩* হেনরিকস ২*; শামি ১/৭৩, বুমরাহ ১/৭৯, পান্ডিয়া ১/২৪)
ভারত : ৩৩৮/৯ (৫০ ওভার, লক্ষ্য ৩৯০) (কোহলি ৮৯, আইয়ার ৩৮, রাহুল ৭৬; হ্যাজেলউড ২/৫৯, কামিন্স ৩/৬৭, জ্যাম্পা ২/৬২)
ফল: অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ।