ভারতের আন্তর্জাতিক স্তরের গলফ খেলোয়াড় জ্যোতি সিং রণধওয়া। বুধবার উত্তরপ্রদেশের বনদপ্তরের কর্মীরা তাকে গ্রেপ্তার করেন। ধৃতের গাড়িতে তল্লাশি চালিয়ে একটি পয়েন্ট টোয়েন্টি টু রাইফেল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী মহেশ ভিরাজদারকেও।
কেতারনিয়া ঘাটের মতিপুর রেঞ্জে চোরাশিকার করেছেন জ্যোতি। দৌধা ব্যাঘ্র প্রকল্পে ডিরেক্টর রমেশ পাণ্ডে জিনিয়েছেন, বন্যপ্রাণ রক্ষা আইনের আওতায় জ্যোতি এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি গাড়ি, রাইফেল এবং চোরাশিকারের সঙ্গে যুক্ত বেশ কিছু সামগ্রি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএফও। বাঘিনী অবনিকে হত্যা করার সময় নাকি জ্যোতি তার শিকারি কুকুরকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আন্তর্জাতিকস্তরের এ গলফ খেলোয়াড় বিশ্বের সেরা ১০০ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন। ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।