রবিবার, ৩ মাঘ, ১৪২৭, ১৭ জানুয়ারি, ২০২১, সন্ধ্যা ৭:০০ মি:
করোনাভাইরাসের কারণে বাড়তে সতর্কতা মেনে চলছে সবাই। বাংলাদেশ সফরে এসে সেই সতর্কতা মানতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলকেও। গেল রোববার (১০ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছে ক্যারিবীয় দল। কিন্তু সেখানে ছিল না কোনো গণমাধ্যম। এমনকি দুইদিন পেরিয়ে গেলেও তাদের কেউই গণমাধ্যমের সামনে আসেননি।
মেনে চলছেন কঠোর নিয়ম। কোয়ারেন্টিন ছেড়ে হোটেলের বাইরেও বের হননি কেউ। সবধরনের করোনা প্রটোকল মেনে আরও দুদিন তাদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। এরপর ১৪ তারিখ থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে তারা।
এদিকে বাংলাদেশে আসার পর কোভিড-১৯ পরীক্ষা হয়েছে ক্যারিবীয় ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের সবার নেগেটিভ ফল এসেছে।
আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুশীলন করতে তারা। এরপর ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যে প্রীতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। ২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।