রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ১৮৮টি নমুনা পরীক্ষায় এসব করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকারসহ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু জানান, আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৩, মিঠাপুকুরে ১, কাউনিয়াতে ১, পীরগাছায় ১, সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ১, পুলিশ সদস্য ১, নগরীর ধাপে ২, কোরানীপাড়াতে ২ জনসহ শাপলা চত্বর, মাস্টারপাড়া, লালবাগ, রাধাবল্লভ ও রামগোবিন্দ এলাকার ১ জন করে রয়েছেন।
এছাড়াও কুড়িগ্রাম সদরে ৯, রাজারহাটে ৩, উলিপুরে ২, ভুরুঙ্গামারীতে ১, রৌমারীতে ১ জন, গাইবান্ধা সদরে ৬, গোবিন্দগঞ্জে ২, সাদুল্যাপুরে ১ জন এবং লালমনিরহাট সদরে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৬ জন। জেলায় মৃত্যু হয়েছে ৩০ জনের।
অন্যদিকে রংপুর বিভাগের আট জেলায় মঙ্গলবার (২৮ জুলাই) ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৮ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আট জেলায় মৃত্যু হয়েছে ১০৫ জনের।