প্রায় চার মাস বাদে সন্ধ্যার পর ‘ড্রিংক’ করার অনুমতি মিলতেই ব্রিটিশরা রীতিমতো বেসামাল এক রাত পার করেছেন। মিরর অনলাইন জানিয়েছে, অনেক এলাকায় তরুণ-তরুণীদের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবারকে ‘সুপার ডে’ ঘোষণা কের রেস্টুরেন্ট, বার খোলার অনুমতি দেন। প্রতিবেদনে বলা হয়েছে, বারে যাওয়া ব্যক্তিদের দেখে মনে হয়েছে সবাই স্বাধীনতার ‘পূর্ণ ব্যবহার’ করতে চান। ছবিতে দেখা গেছে, লিডসের একটি এলাকায় এক নারী পড়ে আছেন। পুলিশ সদস্যরা তাকে ধরতে এগিয়ে যাচ্ছেন। কোথাও আবার বন্ধুর কাঁধে চড়ে ‘মাতলামি’ করছেন বন্ধু।
শনিবার আসার আগেই প্রশাসনের পক্ষ থেকে ‘ড্রিংকারদের’ আচরণের ব্যাপারে ‘সতর্ক’ থাকতে বলা হয়। কিন্তু সেসব নির্দেশনার কিছুই মানেননি অধিকাংশ মানুষ। ভোর পাঁচটা পর্যন্ত অনেকে রাস্তায় পড়ে ছিলেন। বিধিনিষেধ শিথিল হলেও অনেক রেস্টুরেন্ট এবং বার বন্ধ দেখা গেছে। অধিকাংশ শহরের ৩০ শতাংশ দোকান বন্ধ ছিল।
নভেল করোনাভাইরাসে ব্রিটেনে এখন পর্যন্ত ৪৪ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৯০০।