মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিদেশী মদসহ সজল দাস (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সজল দাস উপজেলার দেলবোগ গ্রামের মৃত হারান দাসের ছেলে। তার কাছ থেকে ৫ বোতল বিদেশী মদ, মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ডিসেম্বর বুধবার রাত পৌণে ৮ টায় শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সজল দাসকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে বিদেশী মদ, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সজল দাসের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।