শনিবার, ২ মাঘ, ১৪২৭, ১৬ জানুয়ারি, ২০২১, সকাল ৮:৪৮ মি:
আল মামুন, নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় নিখোঁজের ১০ দিন পর একটি জঙ্গল থেকে সোহেল মিয়া ১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সজীব মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে আশুলিয়ার গৌরিপুর এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল মিয়া আশুলিয়ার পলমল পোশাক কারখানায় চাকরি করতো বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায় নি। আটক সজিব বগুড়া জেলার শাহজাদপুর থানার দুরুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ১০ দিন আগে সোহেল মিয়া নিখোঁজ হলে তার ভাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে আশুলিয়ার টঙ্গাবাড়ির একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
এঘটনায় সজিব মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকরা দুই জন মিলে সোহেল মিয়াকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায় নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।