‘ডুব’ আলোড়ন তৈরি করা তো দূরে থাক, মস্তিস্কে স্পর্শও করতে পারেনি: তসলিমা নাসরিন | Nobobarta
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी Italiano Italiano

ঢাকা   আজ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০, ১:২৭ অপরাহ্ন

‘ডুব’ আলোড়ন তৈরি করা তো দূরে থাক, মস্তিস্কে স্পর্শও করতে পারেনি: তসলিমা নাসরিন

‘ডুব’ আলোড়ন তৈরি করা তো দূরে থাক, মস্তিস্কে স্পর্শও করতে পারেনি: তসলিমা নাসরিন

Rudra Amin Books

সদ্য মুক্তি পাওয়া মোস্তফা সারওয়ার ফারুকী’র ‌‍‌‌‌‘ডুব’ সিনেমাটির কড়া সমলচনা কেরেছেন নির্বাসিত নারীবাদি লেখিকা তাসলিমা নাসরিন। ডুব ‘ডুবেছে’ শিরোনামেরএকটি কলামে ছবিটির নানা দিক এবং ফারুকীর সমালোচনা করেন এই নির্বাসিত লেখিকা।

তিনি লিখেন, সিনেমা তৈরি করতে গেলে, বা গল্প লিখতে গেলে, সবচেয়ে বড় যে কাজ পরিচালকের বা লেখকের, তা হলো মানুষের সম্পর্কগুলোকে বিশ্বাসযোগ্য করা, সে যে সম্পর্কই হোক না কেন। ডুব ছবিতে কোনও সম্পর্কই বিশ্বাসযোগ্য হয়নি। না মায়ার সঙ্গে জাভেদ হাসানের সম্পর্ক, না নিতুর সঙ্গে। ছবিটিতে ইরফান খানের অভিনয়, যতটুকু করারই সুযোগ পেয়েছেন তিনি, আর সবার চেয়ে ভালো। ইরফান খানের বাংলাও, আমি আশা করিনি এত ভালো হবে। তবে ইরফানকে দিয়ে দুটো বোকা বোকা কাজ করানো হয়েছে। টেলিভিশনে যখন তিনি এবং তার দ্বিতীয় স্ত্রী সাক্ষাৎকার দিচ্ছেন, কোনও এক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে তিনি যা উত্তর দিয়েছেন তাতে না ছিল ধার, না ছিল বুদ্ধিমত্তা। আর তার এক ভক্তকে টেনে হিঁচেড়ে নাস্তানাবুদ করার পর ইরাফান খান তাকে জিজ্ঞেস করেছেন কেন সে ইরফান খান আর তার স্ত্রীর সঙ্গে ফটো তুলে সে ফটো থেকে স্ত্রীকে কেটে বাদ দিয়ে ফেসবুকের প্রোফাইলে দিয়েছে। এ নাকি ইরফানকে রেসপেক্ট করা নয়। আশ্চর্য, কাউকে শ্রদ্ধা করতে হলে তার স্পাউসকেও শ্রদ্ধা করতে হয় নাকি?

তিনি আরো লিখেন, ফারুকি আমাকে বেশ কয়েক বছর আগে কিছু চিঠি লিখেছিলেন, আমার নারীবাদী লেখা পড়ে, লিখেছিলেন, তিনি খুব ইনফ্লুয়েন্সড। নারীবাদী ছবি বানাচ্ছেন ঘোষণা দিয়েছিলেন। কী রকম ছিল সেই নারীবাদী ছবি আমার দেখা হয়নি। তার এই ডুব ছবিতে নারীবাদের ন-ও পাইনি। পুরুষটি ভালো, পুরুষটি নিরীহ, পুরুষটি সবাইকে ভালোবাসে, সবাই পুরুষটিকে ভালোবাসে, সবার জন্য তার মন কাঁদে, আর নারীদুটোর মধ্যে একটি ঝগড়াঝাঁটি করে, সন্দেহ করে, জল তেষ্টা পেলে জল দেয় না, আরেকটি সিডিউস করে, ডিস্টার্ব করে, মাথাটা  খায়, হিংসে করে, ধন সম্পত্তি সব  দখল করে নেয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অনলাইন নববার্তা-কে জানাতে ই-মেইল করুন- nobobarta@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

ক্যামেরার কাজ ছাড়া প্রশংসা করার মতো খুব বেশি কিছু নেই। ছবির একটি দৃশ্যই আমার ভালো লেগেছে, সেটি ইরফান খান আর পার্নো যখন সিগারেট ভাগাভাগি করে খায়। ওটিতেই হয়তো পরিচালক দুজনের মধ্যে দূরত্ব কমছে বোঝাতে চেয়েছেন। ষাট- সত্তর দশকে বাংলাদেশের সিনেমায় ফুলের ওপর প্রজাপতি দেখিয়ে বোঝানো হতো, নারী পুরুষ চুমু খাচ্ছে। গল্পের জরুরি নানা ঘটনাকে সিম্বল দিয়ে ডুব ছবিতেও বোঝানোর চেষ্টা হয়েছে। ঘটনা দেখাতে অপারগ পরিচালক খামোকা একটি লোকের চা খাওয়ার দৃশ্যকে লম্বা করেছেন, ফেসবুকার ভক্তের হাঁটাকে লম্বা করেছেন, তার দাঁড়িয়ে থাকাকে লম্বা করেছেন, জানাজাকে লম্বা করেছেন, লাশ কবরে নিয়ে যাওয়াকে লম্বা করেছেন, তিশার দাঁড়িয়ে থাকাকে, বসে থাকাকে লম্বা করেছেন। জীবনে বহু শ্লথগতির সিনেমা আমি দেখেছি, কিন্তু সেগুলো বড় উত্তেজনায় দেখেছি, মুগ্ধ হয়েছি দেখে, কারণ সেগুলো মস্তিষ্ক নাড়িয়ে দিতে পেরেছে। এই ছবি মস্তিষ্কে কোনও আলোড়ন তৈরি করা তো দূরে থাক, স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আনন্দবাজারে রিভিউয়ার ফারুকীকে তাইওয়ানিজ পরিচালক হাউ সিয়াও সিয়েনের সঙ্গে তুলনা করেছেন। খুব হাস্যকর তুলনা। সিয়েনের ছবি দেখে স্তব্ধ হয়ে বসে থাকতে হয়, নড়ার শক্তি থাকে না।  আর ফারুকীর ছবি দেখে মাথা নিচু করে দ্রুত হল থেকে বেরিয়ে আসতে হয়।


Leave a Reply

নববার্তা ফেসবুক পেজে আলোচিত সংবাদ

১৪ দলের নতুন মুখপাত্র প্রত্যাশা ড.মহীউদ্দীন খান আলমগীর১৪ দলের নতুন মুখপাত্র প্রত্যাশা ড.মহীউদ্দীন খান আলমগীর3K Total Shares
রেড জোনের আওতায় মানিকগঞ্জ জেলারেড জোনের আওতায় মানিকগঞ্জ জেলা2K Total Shares
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারসহ  করোনায় আক্রান্ত ১০ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারসহ করোনায় আক্রান্ত ১০2K Total Shares
ঘিওর উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ হাবিবঘিওর উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ হাবিব2K Total Shares
ঘিওরের ইউএনও আইরিন আক্তারের করোনা জয়ের গল্পঘিওরের ইউএনও আইরিন আক্তারের করোনা জয়ের গল্প1K Total Shares
মানিকগঞ্জে বিএনপির অসহায় নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার তুলে দিলেন – এস এ জিন্নাহ কবিরমানিকগঞ্জে বিএনপির অসহায় নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার তুলে দিলেন – এস এ জিন্নাহ কবির1K Total Shares
ব্রীজ ভেঙে ভোগান্তিতে হিজুলিয়া গ্রামবাসীব্রীজ ভেঙে ভোগান্তিতে হিজুলিয়া গ্রামবাসী1K Total Shares
মানিকগঞ্জে পৌর বিএনপির নেতাদের হাতে ঈদ উপহার শাড়ি লুঙ্গি তুলে দিলেন এ্যাডঃ জামিল ও এস এ জিন্নাহমানিকগঞ্জে পৌর বিএনপির নেতাদের হাতে ঈদ উপহার শাড়ি লুঙ্গি তুলে দিলেন এ্যাডঃ জামিল ও এস এ জিন্নাহ1K Total Shares

Nobobarta © 2020 । About Contact Privacy-PolicyAdsFamily
Developed By Nobobarta