আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার বনি আমিন, উপজেলা ত্রাণ ও পুনবার্সন কার্যালয়ের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান খান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্বাছ হোসেন। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বারসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি চাঁদখালী গ্রামের মৃত আবদুর ছাত্তারের পুত্র আবুল কালামের হাতে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকার চেক ও ৬০ কেজী জিআরও চাউল তুলে দেন। উল্লেখ যে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আবুল কালামের বসতঘর পড়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বুলবুলের আঘাতে ক্ষতিগ্রন্থ সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের জন্য ৩ টন, চরশাহী ইউনিয়নের জন্য ২ টন, টুমচর ইউনিয়নের জন্য ১ টন, লাহারকান্দি ইউনিয়নের ২ টনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪০ টন জিআর চাউল বরাদ্দ দেওয়া হয়।
এর আগে শনিবার রাতে চর রমণী মোহন ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আগতদের মাঝে ৮’শত প্যাকেট শুকনো খাবার বিতরন করেন উপজেলা প্রশাসন।
You must be logged in to post a comment.