আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন
জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি : গ্রীস্মকালীন অবকাশ এবং ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২২ মে থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার দুপুরে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ এবং ২৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকবে। এ সময়ে রুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৭ মে থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের ছুটিতে রুয়েটে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত সময়সূচী মোতাবেক পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া রমযানের অবকাশকালীন সময়ে রুয়েটে প্রশাসনিক কর্মকান্ড সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
You must be logged in to post a comment.