আজ বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ অপরাহ্ন
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে বড় অবদান রাখেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। টাইগারদের এ জয়ে অবদান রাখা মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ।
ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন, মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কী চমৎকার ফিনিশিং। রবিবার নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে শফিউল ইসলামের গতি আর আমিনুল ইসলামের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রানে ইনিংস থামায় স্বাগতিক ভারত।
জবাবে মুশফিকুর রিহমের অনবদ্য ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। এ জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
You must be logged in to post a comment.