‘কবিতা জীবনের প্রচ্ছদ” : এরশাদ আহমেদ | Nobobarta

আজ রবিবার, ৩১ মে ২০২০, ১২:৪৬ পূর্বাহ্ন

‘কবিতা জীবনের প্রচ্ছদ” : এরশাদ আহমেদ

‘কবিতা জীবনের প্রচ্ছদ” : এরশাদ আহমেদ

Rudra Amin Books

সফিউল্লাহ আনসারী কবি ও ছড়াকার। শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি তার কাব্য চর্চা এগিয়ে চলেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে দেশপ্রেম ও মানবিক চেতনায়। ছড়া-কবিতা লেখার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় তার সিদ্ধহস্ত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছ। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পোর্টালের পাতাগুলোতে নিয়মিত তার লেখা ছাপা হচ্ছে। জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লিখছেন। মহান ভাষার মাসে অমর একুশে গ্রন্থমেলায় ২০২০ এ বের হয়েছে চার ফর্মার চমৎকার মলাটবদ্ধ উন্নত কাগজে মজবুত বাঁধাইয়ে তার দ্বীতিয় কবিতার বই ‘কবিতা জীবনের প্রচ্ছদ’।

বইটিতে স্থান পেয়েছে মোট ৫৫টি কবিতা। প্রতিটি কবিতাই স্বপ্ন-কল্পনা-বাস্তবতার কথায় সমৃদ্ধ। যা সব শ্রেণীর পাঠককে টানতে পারবে। কঠিন কথাটা সহজ ভাবে প্রকাশ করাটাই সফিউল্লাহ আনসারীর প্রধান বৈশিষ্ট্য যা প্রকাশ পেয়েছে তার কবিতার বইয়ের প্রতিটা পংক্তিতে। কবিতা জীবনের প্রতিচ্ছবি এই বইটি পাঠ করলেই বুঝা যায়। সরল ও সহজ প্রকাশে কবি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতা জীবনের প্রচ্ছদ’ কাব্যগ্রন্থে।

বইয়ের দ্বীতিয় কবিতা থেকে একটু পড়ে নেয়া যাক-
কবিতা জীবনের প্রচ্ছদ, আঁকা নিটোল প্রতিচ্ছবি, জীবনের প্রচ্ছদ কবিতায়
মনোময় এক ছবি!
……………
কবিরাই শুধু কবিতা বানায় নির্মাণে হয় সেরা শুধু কবি একজন কৃষক সবুজের মাঠে, প্রকৃতির মায়া ঘেরা।
এই আয়োজনে গতির সাথেই চলছে সময় বাঁকে,
একজন কবি কঠিন শ্রমিক গতরখেটে সভ্যতা বোনে থাকে।

বইয়ের প্রথম কবিতার দুটো লাইন এরকম-

দেখি ভাষাহীন অস্থির বোবা চোখে
সময়ের স্রোতে রাতের নিকষ দুনিয়া।
(আস্তিনে এক লুকনো শহর)

মাকে নিয়ে কবিতায় দরদ মেখে লিখেছেন-

মামনি আমায় দিয়েই গেলেন শুধু অফুরান ¯েœহ মায়া
মা ছাড়া শুধুই শূণ্যতা ভরা আর পাইনা সুখের ছায়া।

হেমন্ত কবিতায় লিখেছেন-
কবিত্বের অহংকার হেমন্ত উৎসবে আনন্দ প্ল¬াবন হয়ে অনুভবে এসো,
ডুলিতে নুতন ধান উঠাবার ফাঁকে কিছুক্ষণ নীখাদ ভালোবেসো।

এই সমাজেরই মানুষ অথচ নীতিহীনদের নিয়ে লিখেছেন রাঘববোয়াল কবিতায়-

রাঘববোয়াল পড়ছে ধরা বাঁচবে চুনোপুঁটি? তাও, আড়ালেই থাকবে বুঝি জোড় খাটানো খুঁটি!

ভিন্নমত ও প্রতিবাদ কবিতায় লিখেছেন-
আহবান রেখে যাই হে দলবাজ এবং মানুষ নামধারী, চলো এবার মানুষ হই,
শিক্ষার সাথে মানবিকতারও চাষ করি!
এ ছাড়াও মা-মাটি-ভাষা, মানবিক চেতনা, জীবনবোধ, সুখ-দুখ, ব্যাথা-বেদনা, পাওয়া-না পাওয়ার হতাসা, প্রকৃতি ও ঋতু বৈচিত্র, সমাজে নারী এবং প্রতিবাদ প্রকাশ পেয়েছে কবিতার পংক্তিতে।

চমৎকার প্রকাশ ভঙ্গিতে লেখকের কবিতার পংক্তিমালায় সাজানো বইটি প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। কবির ভাবনায় প্রচ্ছদ ও অলংকরণ করেছে কারুধারা। মুল্য দেয়া আছে ১৬০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলায় ২৯৩ নাম্বার স্টলে। অনলাইনে বইটি পেতে রকমারী.কম, দারাজ.কম এ সার্চ দিতে হবে। প্রকাশিত বইটির চমৎকার নির্মানশৈলীতে শৈল্পিক ছোঁয়া কবিতা পাঠকের ভালো লাগবে বলে আশা করি। বইটির বহুল প্রচার কামনা করছি…।

এরশাদ আহমেদ
কবি- ঔপন্যাসিক


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


Nobobarta © 2020 । About Contact Privacy-PolicyAdsFamily
Developed By Nobobarta