আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৪ পূর্বাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশে তাঁর যাত্রা শুরু করার কথা রয়েছে।
সফরকালে তিনি জাতিসংঘের অধিবেশনসহ প্রধানমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন ব্যবসায়িক সেমিনার ও সমাবেশে যোগদান করবেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন গণমাধ্যম ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
এ উপলক্ষে আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গল বার সন্ধ্যা ৭টায় সিলেট অনলাইন প্রেসক্লাবে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
You must be logged in to post a comment.