আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৫ অপরাহ্ন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) এর উদ্যোগে একটি কর্মশালা শুরু হয়েছে আজ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে পাঁচ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সর্দার, বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, দর্শন বিভাগের শিক্ষক একরাম হোসেন, ওয়ার্ল্ড লিংকআপের সভাপতি শাহদুদুজ্জামান শিশির।
উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য বলেন, বর্তমান সময়ে চাকুরীর খুব অভাব। অনেক মেধাবীদের সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারছে না। তাই সরকারের দিকে না তাকিয়ে থেকে আমাদেরই কিছু করা উচিত। আর সেটার অন্যতম উপায় ব্যবসা।
তিনি আরও বলেন অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বাংলাদেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশে রুপান্তর হবে।
প্রথম দিনের কর্মশালাটি পরিচালনা করেন এসএমই ফাউন্ডেশনের ট্রেনিং কর্ডিনেটর জোহা জামিলুর রহমান ও সিনিয়র ট্রেইনার ইউসুফ ইফতি।
স/সা
You must be logged in to post a comment.