আজ শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন
আব্দুর রহিম, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এই হলটি চালু করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.দিদার-উল আলম,আব্দুল মালেক উকিল হলের প্রাধ্যক্ষ ড.মো.ফিরোজ আহমেদ। শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ২০১৪ সালে ডিসেম্বরের দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ২ টির নির্মাণ কাজ শুরু হয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাজ সম্পূর্ণ না হওয়ায় এই হলটি এখনো চালু হয়নি।এইদিকে দীর্ঘ প্রতীক্ষার পর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এই বিষয়ে জানতে চাইলে, হলটির ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ শাহিন কাদির ভুইয়া বলেন, আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটির কাজ শুরু করে। হলটি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধন হলেও নানা জটিলতা ও ঠিকাদারের অসহযোগিতায় হলের কাজ শেষ করতে অতিরিক্ত সময় লেগেছে। সর্বশেষ হলের কাজ সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগীতায় আজ চালু হচ্ছে হলটি। উল্লেখ্য যে,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৫৫০ জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে।
You must be logged in to post a comment.