আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ পূর্বাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) ২০১৯- ২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ইউনিট- ২(মানবিক শাখা) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) এ ফলাফল প্রকাশ করা হয়।
এবারের ইউনিট- ২ (মানবিক শাখা) এর ভর্তি পরীক্ষায় ৮৫০ সিটের বিপরীতে ২২ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবছরই প্রথমবারের মত অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা থেকে আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ইউনিট-২ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরের ন্যায় এবছরও জবিতে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) এবং admission.jnu.info তে পাওয়া যাবে।
You must be logged in to post a comment.