আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৩১ অপরাহ্ন
শরীফ, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতা -২০১৯ শুরু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় বিভাগটির সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন এর উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাধুলা শিক্ষার অন্যতম একটি অংশ, তবে তা যেন কখনোই একাডেমিক পড়াশোনার উপরে প্রাধান্য না পেয়ে থাকে। লোক প্রশাসন এসোসিয়েশনকে সাধুবাদ জানাচ্ছি নিয়মিত এমন উদ্যোগ আয়োজনের জন্য।”
এসময় অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক ও লোক প্রশাসন এসোসিয়েশনের সভাপতি রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের, ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, বিভাগটির সহযোগী অধ্যাপক মোঃ মশিউর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, মোঃ রুহুল আমিন, কৃষ্ণ কুমার সাহা, মোঃ জিয়া উদ্দিন, মোঃ নাহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, প্রভাষক মোঃ নাজমুল হকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ
You must be logged in to post a comment.