আজ রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৬ অপরাহ্ন
মঙ্গলবার সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা। সরকার ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর আন্দোলন কর্মসূচি থেকে সরে আসছে তারা।
এদিকে আন্দোলন ঘিরে বন্ধ করে দেয়া কারখানাগুলো খুলবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে শিগগির ওই বন্ধ কারখানা খুলে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
জানা যায়, সকালে উৎফুল্ল মেজাজে শ্রমিকরা লাইন ধরে কারখানায় প্রবেশ করেন। এর পরই তারা কাজ শুরু করেন। শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, সকালে আশুলিয়ায় অধিকাংশ কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজে যোগ দিয়েছে। কাজে যোগদানের পর সকালে সাভার ও আশুলিয়ায় কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের কড়া নজরদারির রয়েছে।
You must be logged in to post a comment.