আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে রবিবার সন্ধ্যায় হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহাঅষ্টমীর দিনে উপজেলা শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ী মন্দির পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন মহারাজ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখলী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায় প্রমুখ।
এসময় পুলিশ প্রশাসন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শক মাতালেন বাংলাদেশের লালন সম্রাট বাউল শফি মন্ডল ও তার সফর সঙ্গী।
You must be logged in to post a comment.