আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান সুমন, আমতলী : আমতলীতে ব্রিক ফিল্ডে চাদাঁ দাবী ও মারধোরের অভিযোগে মঙ্গলবার দুপুরে আমতলী প্রেসক্লাবে সম্মেলন করেছেন আমতলী উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার লিখিত বক্তব্য বলেন,আমতলী উপজেলাধীন সেকান্দারখালী গ্রামে অবস্থিত জিমি ব্রিক ফিল্ডে গত ০৪ নভেম্বর সোমবার স্থানীয় সন্ত্রাসী মোঃ রুমেন হাং, মোঃ রাকিব হাং, মোঃ তপন হাং, মোঃ রিপন হাং, মোঃ রাব্বী হাং, মোঃ সোনা মিয়া হাং, মোঃ রবিউল হাং, মোঃ রাজিউল হাং, মোঃ মামুন হাং, ডালিম মুসুল্লী, রাসেল হাং, রুপক তাং, কল্পনা, মোঃ ফরহাদ, সহ আরও ১০/১২ জন সন্ত্রাসী ব্রিক ফিল্ডে গিয়ে ১৫ (পনের লক্ষ) টাকা চাঁদা দাবী করেন।
এসময় জিমি ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ জামাল প্যাদা ও লেবার সর্দার রফিক আকন প্রতিবাদ করলে মোঃ জামাল প্যাদা ও লেবার সর্দার রফিক আকন মারধর করে। চাঁদা না দেয়া ও প্রতিবাদ করায় গত ১৫নভেম্বর শুক্রবার সন্ত্রাসীরা সকাল ৯ পুনঃরায় ব্রিক ফিল্ডে ঢুকে আকস্মিক হামলা করে কর্মরত ব্যাক্তিদের আহত করে এবং ক্যাশ বাক্সে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ জামাল প্যাদা, লেবার সর্দার রফিক আকন, ভুট্ট, মোঃ জিয়া মৃধা, লিটন খান, সাইফুল, রুবেল সরদার, সাহিদা বেগমকে গুরুতর আহত হয়। গুরুতর আহত ০৪জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী ব্রিক ফিল্ড সমিতির সভাপতি ও সাবেক মেয়র মোঃ নাজমুল আহসান নান্নু, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির, সাধারন সম্পাদক এম সাঈদ খোকন, সিনিয়র সাংবাদিক শাহবুদ্দিন পান্না, সাংবাদিক একে,এম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক রেজাউল করিম,ইট ভাটার মালিক মোঃ কামাল আকন, আবুল বাশার নয়ন মৃধা, মোঃ সেলিম, মোঃ ইসমাইল, মোঃ লুৎফর খান, দিলশাদ পারভেজ রিপন তাং, মন্টু, সোহাগ প্যাদা, সাংবাদিক মোঃ খালেদ মোশাররফ সোহেল, মোঃ মহসিন মাতুব্বর সহ সাংবাদিক ও ইটভাটার মালিকগন। এব্যাপারে অভিযুক্তদের পক্ষে রাকিব হাওলাদার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
এ বিষয় আমতলী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার বলেন, ফিল্ডে চাঁদা দাবী ও শ্রমিকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামী হামলাকারী ডালিম (৩৫)কে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। লিখিত বক্তব্যে আমতলী ব্রিক ফিল্ড মালিক সমিতি হামলাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান।
You must be logged in to post a comment.