আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:২০ অপরাহ্ন
অতিরিক্ত দামে লবণ বিক্রি করলে আপনার নিকটস্থ থানায় বা উপজেলা প্রশাসনকে অবহিত করুন এবং ৯৯৯ নাম্বারে কল করুন। সিলেটের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে জনসাধারণকে জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সকল পণ্যের প্যাকেটর গায়ে মূল্য লেখা আছে। কেউ সেই মূল্যের বেশি দরে বিক্রি করলে দোকানির কাছ থেকে মেমো নিয়ে অভিযোগ করতে বলেন। উল্লেখ্য, সোমবার রাতে লবনের দর বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে সাধারণ ক্রেতারা ৫-১০ কেজি করে লবন ক্রয় করতে শুরু করে। এতে সিলেটের সব উপজেলার হাটবাজারের কিছু কিছু ব্যবসায়ী গুজবে সাড়া দিয়ে বেশি দরে লবন বিক্রি করতে শুরু করে। কোথাও কোথাও ১শ টাকার অধিক মূল্যে লবন বিক্রির খবর পাওয়া যায়। আবার অনেক ব্যবসায়ী বেশি টাকায় বিক্রির আশায় লবন বিক্রি করা বন্ধ করে দেয়।
You must be logged in to post a comment.