শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩১ অপরাহ্ন

English Version
জালাল জয়’র একগুচ্ছ কবিতা

জালাল জয়’র একগুচ্ছ কবিতা

জালাল জয়
জালাল জয়এসো হৃদয় মাঝে

স্বপ্ন বিভুই সহৃদয়ে এসো
এসো পলিমাটির রাখাই বস্তিতে

ওগো স্বপ্নকনাএসো কোলে এসো
সুরমা দেব নয়নজুড়ে

ওগো মিষ্টিহাওয়া এসো বয়ে এসো
বৈশাখ এলে নতুন স্বপ্ন দেবো

ওগো মনাই আমার এসো ঝড়ের দিনে
চুপচুপ বসে থাকি যখন — ঘরের কোণে

বৈশাখী ঝড়

পৃথিবীর সুখ —
বৈশাখী তান্ডবে যায় উড়ে যায়
শিলা বৃষ্টি আর দমকা হাওয়ায়
ভেঙে উড়ে যাওয়া টিনের চালে

ক্ষতগুলো দৃষ্টিজুড়ে বৃষ্টি নামায়,
বার্ধক্যের আবহাওয়ায়
ফিরে আসে যৌবন
আসে চৈত্রালীর ঠোঁটে —
লাল লিপস্টিকের মত
আসে সূর্য ডোবার আগে — ঝড় !
মায়া উড়ানো ঝড়,
রাতের আঁধার নামিয়ে
মেঘের দ্বীপ ছড়িয়ে,
হৃদয়ে তোলপার করে
আসে, ঝড়! বৈশাখী ঝড়

এক ঘুর্ণিতেই বলে যায়।
আমি বৈশাখী, বৈশাখী ঝড় —
ঝড় ছাড়া নেই কিছু নেই আর
এবার তোমারা কিছু সুরমা মাখো,
তোমাদের তুলতুলে মসৃণ চোখে

ধর্ষিত চিৎকার

পৃথিবীর মানচিত্র আজ ধর্ষিত
হাজারো বিউটির রক্তঝরা কান্নায়

পৃথিবীকে বলি, তুমি কত মসৃন,
কত কোমল, কতই না মধুর
আমরা পৃথিবীকে করি সজীব

নিঃসৃত মায়াজলে রক্তঝরে
কেবলই ঝরে পড়ে, পড়ছে,
আর কত ঝরে পড়বে এভাবে
আর কতকাল হতে হবে ধর্ষকের শিকার

শকুনের চোখ — মানুষের চোখে
পশুর হৃদয় — মানুষের বুকে
হিংস্রজন্তুর বসবাস — মানুষের চিন্তা চেতনায়

আমরা কী পারি না পৃথিবীর বুকে
আলোর রশ্মি জ্বেলে দিতে —
মানুষের অন্তর থেকে কলিজার ভেতর

আমরা কী পারি না
ধর্ষিত পৃথিবীর বুকে —
একমুঠো হাসিওয়ালা মানুষের ছবি একে দিতে

পৃথিবী যেখানে হবে কলঙ্কমমুক্ত
পাবে রক্ষা ধর্ষকের হাত থেকে

তোমাদের পৃথিবী —
কত কিছুই না দিলো — তোমরা কী দিয়েছো

যদি প্রশ্ন করে পৃথিবী,
উত্তর দেবে কী…

অস্পষ্টের ভিড়ে

মৃতদের ভীড়ে
একটু একটু বেঁচে থাকার চেষ্টা করি

মিথ্যের ভিড়ে সত্যের পথে
পুরোদমে চলতে থাকি
সীমাহীন

ভ্রান্ত মেঘজালে থাকা
ধোঁয়াশা স্বপ্নগুলো কুঁড়িয়ে আনি
স্পষ্টাক্ষর রাখবো বলে

গতিময় চলতে থাকি
রক্তিম সূর্যদয়ের হাত ধরে,

যখন ভোর হয়
এই শহরে নামে সবাই
তাদের সাথে আমিও নামি

হালকা হালকা গরমিভাবে
অন্তমিলের ছন্দপতন,
আকস্মিক রিক্সায় হাত রাখতেই
হাওয়া
কোথায় যেন হাওয়া হয়ে গেলো…

নিশ্চয় তুমি ভালোবাসো আমায়

নিশ্চয় তুমি মেঘ দেখে আজ ভয় করো নি
নিশ্চয় আজ,অজস্র তারা দেখে হয়েছো মুগ্ধ
নিশ্চয় আজ,চাঁদের ঢেউয়ে ভেসে আলো দিবে
ছড়িয়ে,আঁধার হয়ে যাবে শূণ্য
তোমার হৃদয়ের জ্যোৎস্নায়,
আমি চেয়ে আছি কতকাল ধরে
এমন সময় নিশ্চয় আসবে বলে
আমি যে প্রেমের কাঙাল,প্রেম ছাড়া কিছু
বুঝি না,জানি না,চিনি না
সবকিছুতেই প্রেমকে করি স্পর্শ
নিশ্চয় তুমি বুঝবে এ প্রেমের মর্মকথা

চোখের মায়াবী কাজলে ঝড়,বুকেতে
টানটান কম্পনে জেগে থাকি
নিদ্রাহীন তারাদের সাথে
ক্ষনে ক্ষনে ঘূর্ণি তুলে
আমায় নিয়ে যাও ঐ আসমানে
মায়াজালে বন্ধী করে আঁকড়ে ধরো

নিশ্চয় তুমি ভালোবাসো আমায়
যেমনটি চাই তোমায়…

Please Share This Post in Your Social Media
Leave a Reply© 2018 Nobobarta । Privacy PolicyAbout usContact DMCA.com Protection Status
Design & Developed BY Nobobarta.com