রকিব লিখন এর একগুচ্ছ কবিতা - Nobobarta.com

রকিব লিখন এর একগুচ্ছ কবিতা

আমার পূর্ণতায় জননী তুমি

মৃত্তিকার মমতা রসে সিক্ত
দূর্বা-শিশিরের মিলনে সুবাসিত পূর্ণিমায়
আঁধারের গহীনে আলোকছটা
দিনে দিনে বেড়ে ওঠা সিক্ত অভিবাদনে
আমার পূর্ণতায় জননী তুমি

আকাশের মেঘলোকে লুপ্ত জুতিকায়
আলোর আবরণে কুসুমের পরশ
ভাবহীন জীবনে ভাবনার আলো
ছড়িয়েছো অবিরাম গতির তীরে
আমার পূর্ণতায় জননী তুমি

জলকনায় ওড়ে জলীয় বাস্প
পেয়ালায় পেয়ালায় চলে জীবন যোগ
শপথের সরাবে ভেসেছি আমি
দিয়েছো জীবনের সান্নিধ্যে জলযোগ
আমার পূর্ণতায় জননী তুমি

স্বপ্নবুনা চোখে এখন ঝরে নতুন আগুন
রুপালি নয় সোনালি নয় নতুন কিছু
সভ্যতার সিঁড়ি বেয়ে আসে ধেয়ে
তোমার নামে শপথের কোলাহলে জাগি
আমি জানি আমার পূর্ণতায় জননী তুমি।।

রাত্রির ডাক

রাতটুকু ভোর হলে চলে যাবো অলকে
মেঘ আর গাঙুরে মিশে যাবো পলকে
সারাদিন ছোটাছুটি ঘরে ফিরা সন্ধ্যায়
মন তখন জুড়িয়ে যায় রজনীর গন্ধায়

দিনটুকু শেষ হলে আবার আসে রজনী
চাঁদের আলো দিয়ে যায় কাব্য-গাঁথুনী
শব্দের প্রেমে আমি রচি বসে কবিতা
প্রেম হয়ে ডেকে যায় রাত্রির সবিতা

আলোর গহীনে

আলোর গহীনে অন্ধকার; ঘাসফুলে
চলে নীবর ধর্ষণ; আতুরেই কলঙ্কিত
একি জন্মের অভিশাপ; প্রণয়ের ক্ষণে
তাতে কী হয় আত্মার মিলন? জটিল
সমীকরণে বিচ্ছেদ হয় সমান্তরাল।।
অন্তহীন জীবন বাঘবন্দি শব্দ জলে
দ্বান্দ্বিক আকর্ষণ জীবনে জীবনে
শুধুই মরুচর; ভাবহীন কান্নার উচ্ছ্বাস
আবেগে মন্থিত হয় প্রোথিত পৃথিবী
জ্যোৎস্নার রঙ জ্বলে জ্বলে হয় ফিকে
হারিয়ে যাওয়ার বাসনায় লালায়িত
স্বপ্ন আবার ঠিকানার করে আয়োজন।।

জীবন ইতিহাস

ডুবে যায় সন্ধ্যার মেঘমাখা রঙ
শব্দের মিছিলে মিছিলে কলতান
আবীরমাখা সৌরভ ছড়ায় দিনশেষে
পথিক ফিরে গৃহে; নীড়ে ফিরে পাখি
আমরা বাঁচি বহুকেন্দ্রীক বিন্যাসে
বসে মুখোমুখি অসম ধারাপাতে
দিনশেষে; রাতশেষে; সন্ধ্যার গহীনে
সাদা সাদা মেঘের পালকে লিখে যাই
অচেনা জীবনের স্বপ্নীল সুখকাব্য
দোল খাওয়া জীবনের অভিশাপে
পথভ্রষ্ট পথিকের পথ খোঁজার তৃষ্ণায়
ধুপধুপ ধোয়া আর বেলে মাটির আচর
শরীর নয় মনে; মনে নয় হৃদয়ে
হয় বয়ে চলা জীবন ইতিহাস
জীবেনর কোরাসে নগ্ন নৃত্যে
সারথী আমার অচেনা পথ।।

কবি ও কবিতা

শব্দের সাথে থাকে যদি অাজন্ম প্রেম
শব্দরা কথা হয়ে হবে কবিতার ফ্রেম
শব্দতে বসতি যার অবিরত ভালোবাসা
কবিতাই পূর্ণ করে তার সকল আশা
প্রকৃতির নানা রূপ আর মানুষের জীবন
শব্দে শব্দে ফোটায় তারা কবিতার ভুবন
নানা রঙে নানা সুরে শব্দের আঁকে ছবি
শব্দ নিয়ে খেলে যেজন সেই হয় কবি।।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com