জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট চিত্রশিল্পী এম এ কাইয়ুমের স্ত্রী মনোয়ার সুলতানা (৭৩) আর নেই। গত রোববার দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।
মনোয়ার সুলতানা দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্বামী, চার মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ আসর কিশোরগঞ্জ পুরাতন কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
মনোয়ার সুলতানার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
You must log in to post a comment.