Web Analytics

,

সিলেট কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্যের মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সদস্য সাব্বির হোসেন দুলালের মৃত্যু হয়েছে। নিহত দুলাল (৫০) ব্রাম্মণবাড়িয়ার মোহাম্মপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের ছেলে।

মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মুত্যৃ হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।

জেল সুপার জানান, বেলা ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

জেএমবি সদস্য দুলাল ২০০৬ সাল থেকে সিলেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ গত বছরের ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কারাগারে আসেন দুলাল। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সিলেটে দুটি এবং ঢাকায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com