শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ক্ষতিকারক, রং, জীবাণুবাহী পানি ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন, মজুদ ও সরবরাহের দায়ে ভোক্তা অধিকার আইনে শহরের কলেজ রোডস্থ প্রিয়া আইসক্রীম কারখানার মালিক মনিরুজ্জামানকে ২০ হাজার টাকা ও মৌলভীবাজার রোডস্থ ফাল্গুনী আইসক্রীম কারখানার মালিক পারভেজ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যককে ৬ মাসের জেল দন্ড প্রদান করা হয়।
এছাড়া ভেজাল বিরোধী অভিযানে শহরের চৌমহনা এলাকায় লোকনাথ বাণিজ্যালায় এর এক গুদাম থেকে প্রাণ, ফ্রেস, বনফুলসহ বিভিন্ন নামী দামি ব্রান্ড্যের বিপুল পরিমান নকল লাচ্ছা সেমাই ও মসলা জব্দ করা হয়।
এসময় নকল পণ্য বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক অনন্ত রায়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বৎসরের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা নগদ টাকা জরিমানা দিয়ে জেল দন্ড থেকে রেহাই পায়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা, বিএসটিআই ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You must log in to post a comment.