মৌলভীবাজার প্রতিনিধি # মোবাইল ফোনে কথা বলে রেললাইন পারাপারের সময় আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছেন ওর্য়াকশপ শ্রমিক দিপু মিয়া (১৭)। ঘটনাটি ঘটেছে ২৩ মে সোমবার সকাল ১০ টায় কুলাউড়া রেলওয়ে জংশনের অদূরে আউটার সিগন্যাল এলাকায়। রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের বাসিন্দা ফারুক মিয়ার পুত্র দিপু মিয়া (১৭) সোমবার সকাল ১০ টায় দিকে কুলাউড়া রেলওয়ে আউটার সিগন্যাল এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন।
এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে দিপু মিয়া নিহত হন। নিহত দিপু মিয়া পেশায় একজন ওয়ার্কশপ শ্রমিক ছিলেন। এব্যাপারে কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, মোবাইল ফোনে কথা বলে রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত যুবকের ট্রেনে কাটা পড়েই দিপু মিয়ার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করা হয়েছে। তাই লাশের ময়না তদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
You must log in to post a comment.