Web Analytics

,

সিংড়ায় ১২টি ইউনিয়নে আ’লীগ বিজয়ী

নাটোর প্রতিনিধি # চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ার ১২টি ইউনিয়নে বেসরকারি ভাবে আওয়ামীলীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর আগে ২০০৩ সালে যেখানে ৯টিতে বিএনপি, ২টি আ’লীগ, ১টিতে জামায়াত এবং ২০১১ সালে ১০টিতে আ’লীগ ও ২টিতে বিএনপি বিজয়ী হয়েছিলেন। এই প্রথম বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নের সবকয়টিতে আ’লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১নং শুকাশ ইউনিয়নে আব্দুল মজিদ, ২নং ডাহিয়া এমএম আবুল কালাম মৃধা, ৩নং ইটালী আরিফুল ইসলাম, ৪নং কলম মইনুল হক, ৫নং চামারী রশিদুল ইসলাম, ৬নং হাতিয়ানান্দহ মাহাবুব-উল-আলম, ৭নং লালোর নজরুল ইসলাম, ৮নং শেরকোল লুৎফুল হাবিব রুবেল, ৯নং তাজপুর মিনহাজ উদ্দিন, ১০নং চৌগ্রাম জাহেদুল ইসলাম ভোলা, ১১নং ছাতারদিঘী শ্রী প্রদীপ কুমার রুদ্্র, ১২নং রামানন্দ খাজুরা তপন কুমার সরকার।

এদিকে বিএনপির প্রার্থীদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাঁধাপ্রদান ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগে শনিবার দুপুরে পৃথক পৃথক ভাবে ৬জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com