সালাহউদ্দিন সালমান, সিরাজদিখান প্রতিনিধি # ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সারাদেশের মতো সিরাজদিখান উপজেলা চত্তরে শুরু হয়েছে উন্নয়ন মেলা-২০১৮। সকাল সোয় ১১টার দিকে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা উদ্বোধন ঘোষনার আগে সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান সহকারী কমিশনার (ভুমি) মো.নজরুল ইসলাম, ওসি (প্রশাসন) মোঃ আবুল কালামসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষক-শিক্ষার্থী, সরকার দলীয় নেতাকর্মীরাসহ দুই সহস্রধিক মানুষ অংশ গ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। তিন দিন ব্যাপী মেলায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩৬টি স্টল স্থাপন করা হয়েছে। এছাড়াও মেলায় আগত দর্শনার্থীরা সরকারের বিভিন্ন সেবা প্রদান গ্রহণ করতে পারবেন এই মেলায়। মেলার সার্বিক দায়িত্বে রয়েছে সিরাজদিখান উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৫টা পর্যন্ত মেলা চলবে।
You must log in to post a comment.