Web Analytics

,

ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে চট্টগ্রাম বন্দরের কাজ বন্ধ

ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে ক্ষতি এড়াতে শনিবার চট্টগ্রাম বন্দরের সব ফটক বন্ধ করে দেয়া হয়েছে— জেটিতে পণ্যের ওঠানামা ও খালাস কার্যক্রম বন্ধের পাশাপাশি জাহাজ সাগরে পাঠানো হয়েছে। সকাল আটটা থেকে আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণা করার পরই গতকাল শুক্রবার বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৩ জারি করা হয়। গতকাল থেকে দফায় দফায় বৈঠক করে প্রস্তুতি নেয় বন্দর কর্তৃপক্ষ। ধাপে ধাপে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

বন্দর পর্ষদ সদস্য জাফর আলম বলেন, সকালে বন্দরের মূল জেটি ও বিশেষায়িত জেটিতে অবস্থানরত ১৯টি জাহাজের মধ্যে পাঁচটি গতকাল রাতে ও সকালের জোয়ারেও ১১টি পাঠানো হয়েছে। বাকি তিনটি জাহাজও পাঠানোর প্রক্রিয়া চলছে। বন্দর কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের সময় জেটিতে জাহাজ রাখা হলে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে এ কারণে জেটি থেকে সব জাহাজ সাগরে পাঠিয়ে দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই ছোট আকারের লাইটার জাহাজ বন্দরের উজানে বাংলাবাজার এলাকায় নিয়ে যাওয়ার নির্দেশনা দেয় বন্দর কর্তৃপক্ষ। এ নির্দেশনার পর পণ্যবাহী ও খালি লাইটার জাহাজ বন্দরের উজানে এনে রাখা হয়। বন্দর সূত্র জানায়, বন্দরে এ মুহূর্তে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি জাহাজ অবস্থান করছে। আজ বন্দরে ১৪৩টি বড় জাহাজ ছিল। এর মধ্যে কুতুবদিয়া গভীর সাগরে ১৬টি, বহির্নোঙরে ১২৪টি ও জেটিতে তিনটি জাহাজ রয়েছে। জেটির তিনটি জাহাজ সাগরে পাঠিয়ে দেয়া হচ্ছে।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com