Web Analytics

,

জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি

জাবি প্রতিনিধি # জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডেপুটি রেজিস্ট্র্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে (প্রশাসন ভবনের তৃতীয় তলা) সাক্ষাৎকার গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকারে অংশ গ্রহণের জন্য স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com