Web Analytics

,

Deepika Padukone & Sanjay Leela Bhansali

সঞ্জয়লীলাকে বিয়ে করতে চান দীপিকা

বলিউডের এসময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পদ্মাবতী’।সিনেমাটিতে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন এবং ‘আলাউদ্দিন খিলজি’ চরিত্রে রণবীর সিং। আর পদ্মাবতীর স্বামীর চরিত্রে শহিদ কাপুর।সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বানশালী।আর সেই বানশালীকেই বিয়ে করতে চান দীপিকা। গুঞ্জন কিংবা নিন্দুকের মুখের কথা নয়, প্রকাশ্যে এমনটাই বললেন স্বয়ং দীপিকা!

সম্প্রতি সালমান খানের বিগ বসের ঘরে নতুন ছবি ‘পদ্মাবতী’-র প্রোমোশনের জন্য এসেছিলেন দীপিকা পাডুকোন। আর সেখানেই সকলের সামনে নিজের মনের কথাটা বললেন দীপিকা। বলেই দিলেন যে, রণবীর সিংকে নয়, বিয়ে করবেন সঞ্জয়লীলা বনশালীকে। দীপিকার এই বক্তব্যে চটবেন না ভক্তরা। আসলে, সঞ্চালক সালমান খান বিগ বসে ছবির প্রোমোশনের সময়ে দীপিকাকে বলেন, “রণবীর সিং, শাহিদ কাপুর এবং সঞ্জয়লীলা বনশালীর মধ্যে কাকে তিনি বিয়ে, ডেট এবং খুন করতে চান। ” উত্তরে দীপিকা জানান যে, তিনি পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে বিয়ে, রণবীর সিংকে ডেট এবং শাহিদ কাপুরকে খুন করতে চান (কারণ, যেহেতু তিনি আগে থেকেই বিবাহিত)। বাস্তবে দীপিকা যে কাকে বিয়ে করবেন, সেই উত্তর তো সময়ই দেবে।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com