ফিগার ঠিক রাখার জন্য সব তারকাকে জিম করতে হয়। চলচ্চিত্রে অভিনয়ের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের কখনো শরীরের মেদ জমাতে হয়। আবার অনেক সময় জিরো ফিগার বানাতে হয়। নিজের ফিগার ধরে রাখার জন্য জিমে যেতে হয় না সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে,‘সুপারমম’ আখ্যা দিয়ে এমন কথা জানালেন অভিষেক বচ্চন।
অভিষেক জানান, ঐশ্বরিয়া যখন মা হল তখন স্বাভাবিক ভাবেই ওর কেরিয়ারের গুরুত্ব কমল। আরাধ্যা হওয়ার পরেই ঐশ্বরিয়া ওজন বৃদ্ধি নিয়ে অনেক খারাপ কথা লেখা হয়েছিল। সেগুলো পড়ে আমি বেশ দুঃখ পেয়েছিলাম। তবে ঐশ্বরিয়াকে কিন্তু ভেঙে পড়েননি। ঐশ্বরিয়া আমার মনোবল বাড়াতো। কোনো সমালোচনাকে গুরুত্ব দিতনা। ওকে যারা চেনে, তারা খুব ভাল করেই জানে, ও জিমে যায় না। শুধু ‘ধুম টু’ র শ্যুটিংয়ে আমি, হৃতিক, উদয় জোর করে ওকে জিমে নিয়ে গিয়েছি।’ অভিষেক জানান, ওকে কখনো অভিযোগ করতে দেখি না। এতো ব্যস্ততাসহ অন্য কিছু নিয়েই ওর কোনো অভিযোগ নেই। ছোটখাটো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা নেই ওর। এটা একটা বড় গুণ।
You must log in to post a comment.