Web Analytics

,

কষ্ট থেকে মুক্তি পেলে আত্মহত্যা করতেন প্রভা!

আত্মহত্যা করে যদি কষ্ট থেকে মুক্তি পাওয়া যেতো তবে সবার আগেই আত্মহত্যা করতেন বলে জানালেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা। সদ্য আত্মহত্যা করা মডেল সাবিরার মৃত্যু নিয়ে লিখতে গিয়ে নিজের ফেসবুকে এই কথাই জানান এই তারকা। প্রভা এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, আর সাবিরার এই আত্মহত্যা নিয়ে সম্প্রতি মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রভা লেখেন…

এই যে এতো কষ্ট, এতো অপমান, এতো না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি। আত্মহত্যা যদি কষ্ট থেকে বাঁচার উপায় হতো, তাহলে সবার আগে আত্মহত্যা করতাম আমি। এমন না যে ২০১০ সালের পর আমার জীবনে বড় বড় দুঃখ-কষ্ট আসে নাই। তবে বেঁচে থাকার আনন্দ খুব উপভোগ করি যখন ভালো থাকি। যা আগে এভাবে উপলব্ধি করতে পারি নাই।

প্রভা আরো লেখেন, ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি। ওরা রাগে, অপমানে অন্যদের সাথে উঁচু গলায় কথা বলে বুঝাতে চায়, এটা নিতে পারছি না। তখন একগাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি, দেখো প্রভামনি, মরে গেলে এই এনসিকিউরিটি দেখতে পেতে?

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com