Web Analytics

,

মিডিয়া পার্টনার : নববার্তা ডট কম

২৯শে ডিসেম্বর উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট ৯ম বার্ষিক তাফসিরুল ক্বোরআন মাহফিল

২৯শে ডিসেম্বর রোজ শুকবার দুপুর ৩ ঘটিকা হইতে রাত ১২ ঘটিকা পর্যন্ত সিলেট নগরীর খাসদবীর মদনী জামে মসজিদ প্রাঙ্গনে উদয় সমাজ কল্যান সংস্থা উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল ক্বোরআন মাহফিল অনুষ্ঠিত হবে বলে উদয় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন- ( বশুরার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জন্মান্দ অন্ধ ) হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ বিন আনিস সাহেব, হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী সাহেব (ফাজেল দারুল উলূম মুইনুল ইসলাম হাটাজারী চট্টগ্রাম )হযরত মাওলানা মুফতী নাছির উদ্দিন সাহেব (খাসদবীর মদনী জামে মসজিদের ইমাম ও খতিব)।

এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা, সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com