Web Analytics

,

চতুর্থ সন্তানের বাবা হলেন রোনালদো

চতুর্থ সন্তানের বাবা হয়েছেন রিয়ালের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই খবর জানিয়েছেন সিআর-৭। নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পুরো পরিবারের ছবি পোস্ট করেছেন তিনি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। কন্যা সন্তানের জন্মের পর পারিবারিক ছবি তোলেন রোনালদো। সেখানে উপস্থিত ছিলেন বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো, মা জর্জিনা রদ্রিগেজ, বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র। মায়ের কোলে থাকা পরিবারের নতুন সদস্যের মুখ দেখা যায়নি। অবশ্য কয়েক সপ্তাহ আগেই মেয়ের নাম জানিয়ে দিয়েছিলেন রোনালদো।

ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লেখেন, ‘এইমাত্র অ্যালানা মার্টিনার জন্ম হলো! জিও (জর্জিনা) আর অ্যালানা দুজনই ভালো আছে। আমরা সবাই ভীষণ খুশি!’ গত গ্রীষ্মেই ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে মাতেও ও ইভা নামের দুই যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। কনফেডারেশন কাপের খেলা থাকায় জন্মের সময় উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে এবার রোনালদো তাঁর ২য় কন্যার পাশে ছিলেন। রোনালদোর ২ ছেলে আর ২ মেয়ে।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com