ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া থেকে গাজাসহ দুই ব্যাবসায়িকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার বিকাল ৩টায়ে উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার‘র পার্শবর্তি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১কেজি গাজাসহ মো: জাবের হোসেন (৪০) ও মো: হেদায়েত খান (৫৫) কে আটক করা হয়।
আটককৃত জাবের হোসেন পুর্ব ইন্দেরপাশা’র মোসলেম হাওলাদারের ছেলে ও হেদায়েত স্থানিয় বাসিন্দা মৃত ইউনুস আলী খানের ছেলে।
পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান’র নির্দেশনায় ঝালকাঠি ডিবির মাদক উদ্ধার অভিযানে ডিবি অফিসার ইনচার্জ জনাব মো. কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে এস আই জাকির, এএসআই সাইফুল ইসলাম, এএসআই সোহাগ, এএসআই পরিমল’র টিম এ অভিযানে অংশ নেয়।
ডিবি অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার‘র র্পাশবর্তি এলাকা থেকে ১কেজি গাজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You must log in to post a comment.