Web Analytics

,

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে পাকিস্তানি পতাকা জ্বালিয়ে প্রতিবাদ

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার দাবিতে সিলটে পাকিস্তানি পতাকা জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোব্দ সিলেটবাসী। বৃহস্পতিবার বিকেলে নগলীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে ‘স্বাধীনতা চেতনা মঞ্চ’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে পাকিস্তানের পতাকা পুড়ান বিক্ষোব্দ জনতা।

মানববন্ধনে যুদ্ধাপরাধী নিয়ে নিজেদের মন্তব্য প্রত্যাহার না করলে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, শফিউল আলম নাদেল, আব্দুর রহমান জামিল, সংস্কৃতি কর্মী আমিনুল ইসলাম লিটন, শামসুল বাসিত শেরো, মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামছুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।

ফেসবুক থেকে মতামত দিন

নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আরও অন্যান্য সংবাদ
টুইটর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com